১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

সেমিফাইনাল নিশ্চিত করতে ইংল্যান্ডের লক্ষ্য ১৪২ রান

Advertisement

সেমিফাইনাল নিশ্চিত করতে জিততেই হবে এমন ম্যাচে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। বড় মঞ্চের লড়াইয়ে লঙ্কানরা শুরুটা বেশ ভালো করলেও শেষদিকে এসে খেই হারিয়ে ফেলে। প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ১৪১ রান করেছে দাসুন শানাকার দল।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। অধিনায়কের সিদ্ধান্তের সম্মান রেখেছেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। ২৪ বলে ৩৯ রানের জুটীতে দলকে ভালো শুরু এনে দেন তারা।

১৪ বলে ১৮ রান করে কুশলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ধনঞ্জয়ার সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন নিসাঙ্কা। তবে ধনঞ্জয়ার বিদায়ের পরই রানের গতি কমতে থাকে। দুই অঙ্কে পৌঁছার আগেই আশালঙ্কাকে ফেরান স্টোকস।

চতুর্থ উইকেটে বড় সংগ্রহের সম্ভাবনা দেখাচ্ছিলেন নিসাঙ্কা ও ভানুকা রাজাপাকোশে। কিন্তু ৬৭ রানে থাকা নিসাঙ্কা আদিল রশিদের বলে আউট হলে রানের চাকা আরও শ্লথ হয়ে যায়। ১৪১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

ইংলিশদের হয়ে তিন উইকেট নিয়েছেন মার্ক উড। একটি করে উইকেট পেয়েছেন রশিদ, স্টোকস, ক্রিস ওকস ও স্যাম কারান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement