২০ এপ্রিল, ২০২৪, শনিবার

হঠাৎ সৌম্য-সাকিবকে হারিয়ে বিপদে টাইগাররা

Advertisement

ব্যাটাররা ভালো শুরুই এনে দিয়েছিলেন বাংলাদেশকে। দশ ওভারে তুলে ফেলা গিয়েছিল ৭০ রান। তবে সে সুসময়টা বেশিক্ষণ টিকল না। ইনিংসের ১১তম ওভারে শাদাব খান সৌম্য সরকারের পর সাকিব আল হাসানকে পরপর দুই বলে ফেরালেন। তাতেই বাংলাদেশ পড়ে গেছে ঘোর বিপদে।

দুই বাঁহাতি উইকেটে বলে টানা তৃতীয় ওভারে শাদাব খানকে আক্রমণে এনেছিলেন পাক অধিনায়ক বাবর আজম। তৃতীয় ওভারে এসে তিনি দলকে এনে দিলেন সাফল্য।

অফসাইডে ছাতার মতো ফিল্ডার সাজিয়ে সৌম্যকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, পারলে মেরে দেখাও! সেই চ্যালেঞ্জটা সৌম্য নিতে চাইলেন রিভার্স সুইপ করে।তবে সে চ্যালেঞ্জে জিততে পারেননি তিনি। পয়েন্টে থাকা শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এর ঠিক পরের বলে সাকিব খানিকটা বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন শাদাবকে। তবে তার গুগলিটা গিয়ে আঘাত হানে বাংলাদেশ অধিনায়কের প্যাডে। আঙুল তুলে দেন মাঠের আম্পায়ার। পরে তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউ চেয়েও লাভ হয়নি। সিদ্ধান্তটা গেছে সাকিবের বিপক্ষেই। দুই বলে দুই উইকেট খুইয়ে বিপাকেই পড়ে যায় বাংলাদেশ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement