২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

হরিণের চামড়া-মাংস জব্দ

Advertisement

বরিশালের আগৈলঝাড়ায় একটি খামার থেকে ছয়টি হরিণের চামড়া ও ৩৭ কেজি মাংস জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ওই খামারের মালিকসহ চারজনকে। পুলিশ বলছে, হরিণের চামড়া ও মাংস পাচার করার পরিকল্পনা ছিল খামারমালিকের।

উপজেলার রাজিহার ইউনিয়নে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হরিণের খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন খামারমালিক ও বেসরকারি সংস্থা ‘আলোশিখা সমাজ উন্নয়ন কেন্দ্রের’ নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, খামারের অফিস সহকারী খোকন সরকার, নৈশপ্রহরী সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার। এর মধ্যে বিপ্লবের বাড়ি মাদারীপুরের ডাসার থানা। অন্যরা আগৈলঝাড়ারই বাসিন্দা।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই খামারে অভিযান চালানো হয়। সেখানে পাচার ও স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ছিল ছয়টি হরিণের চামড়া ও ৩৭ কেজি মাংস। তিনি জানান, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, হরিণ হত্যা, এর দেহের অংশ সংরক্ষণ, পরিবহন ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement