১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

হিলি স্থলবন্দর দিয়ে পূণরায় আমদানি-রফতানি শুরু

Advertisement

মহান মে দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৭ মে শনিবার থেকে ভারত-বাংলাদেশের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই সঙ্গে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১-৫ মে বৃহস্পতিবার পর্যন্ত ও শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ টানা ছয় দিনের ছুটি শেষে আজ ৭ মে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

বিষয়টি এক পত্র দ্বারা এরইমধ্যে হিলি কাস্টমস, হিলি স্থলবন্দর, বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যাংক, ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলেও জানান তিনি।

দিনাজপুরের হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement