২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

২৪ ঘণ্টায় আরও ১৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

Advertisement

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জনই ঢাকার। বাকি দুজন সিলেট বিভাগের। এ সময় দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। আগের দিন দেশে ২১ জনের করোনা শনাক্ত হয়। এ সময়ও দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭৮।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৭ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৬০৬ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের (৮ মার্চ)। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement