২০ এপ্রিল, ২০২৪, শনিবার

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুই লাখ, মৃত্যু ১৩৮০

Advertisement

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে দুই লাখ দুই হাজার ৪৯৩ জন। মারা গেছেন এক হাজার ৩৮০ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৩৭ লাখ নয় হাজার ৩১৮ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৪৯ হাজার ৪৯০ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৪৪২ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩৯ লাখ সাত হাজার ৪৩৩ জনে। মোট মারা গেছে ১১ লাখ ২৯ হাজার ৬১৮।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮২ হাজার ১০৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৩৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৪ লাখ ৯২ হাজার ৮৩৯ জন। আর মারা গেছে এক লাখ ৬৪ হাজার আটজন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৪৫৬ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৪ হাজার ৮৪৪ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪১৬ জন। মারা গেছে ছয় লাখ ৯৬ হাজার ৫৫৩ জন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement