২৪ এপ্রিল, ২০২৪, বুধবার

২৪ ঘণ্টায় সারা দেশে করোনার চেয়ে ডেঙ্গুতে বেশি আক্রান্ত মানুষ

Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার চেয়ে ডেঙ্গুতে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে একদিনে ৪১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে, এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে, করোনায় একজনের মৃত্যু হলেও ডেঙ্গুতে নতুন কারও মৃত্যু হয়নি।

(৬ অক্টোবর) বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪১৭ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩৩ জনে। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৭৭১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৬২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৬ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ২৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৮৮৭ জন।

গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement