২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

৩৫ হাজার বছর পর এলো লিওনার্ড, মিলিয়ে গেল চিরতরে

Advertisement

সময়ের হিসেবে ৩৫ হাজার বছর আগে একবার পৃথিবীর খুব কাছে এসেছিল ধূমকেতু লিওনার্ড। আবার এসেছিল গতকাল। মহাজাগতিক এ ঘটনাকে এ জন্য বলা হচ্ছে ‘ওয়ান্স ইন আ লাইফটাইম।’

১৪ ডিসেম্বর সূর্যাস্তের পরে লিওনার্ডকে সন্ধ্যার আকাশে দেখা যাবে। একে সব চেয়ে ভালো দেখা যাবে ১৭ ডিসেম্বরে। আর সারাদিনের মধ্যে লিওনার্ডকে সব চেয়ে ভালো দেখা যাবে সকালের দিকে। সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে।

লিওনার্ডকে খালি চোখেই দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে। তবে আরও ভালো পর্যবেক্ষণের জন্য বাইনোকুলার দিয়ে চোখ রাখতে হবে।

হোয়েল গ্যালাক্সি বা এনজিসি ৪৬৩১-এর একেবারে কেন্দ্রে থাকে লিওনার্ড। গ্রেগরি লিওনার্ড নামে একজন মহাকাশ বিজ্ঞানী একে প্রথম চিহ্নিত করেছিলেন বলে ধূমকেতুটিকে তার নামানুসারে বলা হয় লিওনার্ড ধূমকেতু। এর অন্য নাম কমেট সি/২০২১ এওয়ান।

চলতি বছরের জানুয়ারিতে বৃহস্পতি গ্রহের আশপাশে এই ধূমকেতু প্রথম নজরে এসেছিল। তার প্রায় একবছর পর এবার পৃথিবীর পাশ দিয়ে গেল এই ধূমকেতু।

বিজ্ঞানীরা অনুমান করছেন, এবার সূর্যকে অতিক্রম করার পর এ ধূমকেতু সৌরজগতের বাইরে চলে যাবে। আর কখনও ফিরে আসবে না সৌরপরিবারে।

তবে সূর্যের সবচেয়ে কাছাকাছি যেতে আরও মোটামুটি ৭ দিন মতো লাগবে। সাধারণত ধূমকেতু প্রসঙ্গে আগে থেকে কিছু অনুমান করা বেশ কঠিন ব্যাপার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement