১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

৪ দিন পর সিলেটে মাংস বিক্রি শুরু

Advertisement

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্ধারিত দামে গরু ও খাসির মাংস বিক্রি করলে ‘লোকসান’ হয় এবং দাম বাড়ানোর দাবিতে ৪ দিন ধরে মাংস বিক্রি বন্ধ রেখেছিলেন সিলেট মহানগরীর মাংস ব্যবসায়ীরা। তবে আজ ১১ এপ্রিল সকাল থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ‘দাম পুনর্বিবেচনা’র আশ্বাসে সিটি কর্পোরেশন এলাকায় দোকানপাট খুলে গরু ও খাসির মাংস বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

সিসিক নতুন করে দাম নির্ধারণ করে না দিলেও ব্যবসায়ীরা ৬০০ টাকার উপরে গরুর মাংস বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জুনেদ আহমদ চৌধুরী নামে একজন ক্রেতা বলেন, শাহজালাল উপ-শহরের একটি দোকানে গরুর মাংস কিনতে যাই। আমার কাছ থেকে ৬৮০ টাকায় কেজি বিক্রি করা হয়। এ বিষয়ে সিসিককে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু উপ-শহর নয়- সিলেট নগরীর প্রায় প্রতিটি মাংসের দোকানে ৬০০ টাকার উপরেই কেজি বিক্রি করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিক্রেতারা বলছেন- ৬০০ টাকায় গরুর মাংসের কেজি বিক্রি করলে ‘পোষায় না’।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement