মুন্সিগঞ্জের শিমুলিয়ায় চাপ বেড়েছে যাত্রী ও গাড়ীর। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকার কারণে শুক্রবার (০৬ আগস্ট) সকাল থেকেই এ ঘাটে এসে ফেরিতে নদী পার হচ্ছেন যাত্রীরা। সেইসাথে ঘাটে বাড়ছে ব্যক্তিগত গাড়ীর সংখ্যাও। প্রায় ২ শতাধিকের বেশি যাত্রীবাহি গাড়ী এখন পর্যন্ত ঘাটে অপেক্ষা করছে পারাপারের জন্য। এছাড়াও সেখানে অপেক্ষা করছে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবামূলক পরিবহন। সব মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে ঘাট পারাপারের।
এই বিষয়ে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ গণমাধ্যমে বলে, শুক্রবার সকাল থেকেই যাত্রী ও গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এই রুটি মোট ১০টি ফেরি চলাচল করছে এবাং পর্যায়ক্রমে সবধনের যান পার হচ্ছে।
মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির বলেন, ছুটির দিন হওয়ার কারণেই এখানে এতটা যাত্রীর চাপ বেড়েছে। তিনি বলেন এ মুহূর্তে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ২৫০টি পণ্যবাহী ও ২ শতাধিক ব্যক্তিগত গাড়ি ও অ্যাস্বুলেন্স।