বৃহস্পতিবার রাতে আরও ৩০ লাখ ডোড টিকা আসছে বাংলাদেশে। চীনের সিনোফার্ম থেকে কেনা টিকাগুলো দুটি পৃথক ফ্লাইটে ১৫ লক্ষ করে চালান পৌঁছাবে ঢাকায়। এমন তথ্যই নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. শামসুল হক।
গণমাধ্যমে এ বিষয়ে তিনি বলেন, দুটি আলাদা ফ্লাইটে করে দুই চালানে রাতে ৩০ লক্ষ ডোজ টিকা পৌঁছাবে ঢাকায়। প্রথম ফ্লাইটটি রাত ১০ টায় পৌঁছানোর কথা রয়েছে আর দ্বিতীয়টি পৌঁছাবে রাত তিনটায়।
সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছেচে গত ২ জুলাই। পরের দিন ৩ জুলাই বাংলাদেশ সরকার আরও ১০ লাখ ডোজ টিকা বুঝে পায়। আর ১৭ জুলাই আরও ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠায় সিনোফার্ম। এখন পর্যন্ত মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।রাতে ৩০ লক্ষ ডোজ টিকা আসলে এর পরিমান দাঁড়াবে ৭০ লাখ। সরকারের সাথে চুক্তি অনুযায়ী আগামী তিন মাসে আরও দেড় কোটি ডোজ টিকা পাঠানোর কথা রয়েছে সিনোফার্মের।