৩০ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

কানাডার টরেন্টোতে আ.লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন

Advertisement

কানাডায় নিজস্ব কার্যালয় উদ্বোধন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, অন্টারিও। (২২ অক্টোবর) শনিবার টরেন্টোর ৩৪৬২ ডেনফোর্থ এভিনিউ-এ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও কানাডা কার্যালয়ের পৃষ্ঠপোষক এস এম ফারুকী হাসান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব নিজাম খান।

অনুষ্ঠানে কেক কেটে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান, সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে এস এম ফারুকী হাসান বলেন, সামনে নির্বাচন। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে প্রবাসী নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংগঠনকে সম্প্রসারণ করতে হবে। সবাইকে ঐক্য বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, নিরঞ্জন সরকার বাচ্চু ও আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগ, অন্টারিও, কানাডার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, সহ-সভাপতি গোলাম সারোয়ার, আবু হেনা কোরাইশী, গোলাম মোস্তফা, মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, দপ্তর সম্পাদক খালেদ শামীম, প্রচার সম্পাদক আকরামুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ মাসুদ পান্না, আব্দুল হাই, মোস্তাফিজুর রহমান চৌধুরী বিপ্লব, মুক্তিযোদ্ধা সম্পাদক মুশফাকুর রহমান আকন্দ, নির্বাহী সদস্য জিয়াউল আহসান চৌধুরী, রিয়াজুল হক, কান্তি মাহমুদ, দেওয়ান হক, শরিফুল ইসলাম, সোহাগ হোসেন, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, কফিল উদ্দিন, আব্দুর রহিম, উপদেষ্টা আফিয়া বেগম।

আরও উপস্থিত ছিলেন- কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল গাফ্ফার, আলী আকবর, জসিম চৌধুরী, তোফাজ্জল আলী, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, আমরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য ঝোটন তরফদার, ফকরুল ইসলাম মিলন, মুজিবুর রহমান রনজু, মন্ট্রিয়ল থেকে আওয়ামী লীগের সহিদ রহমান, মাসুদ সিদ্দিকী, দিদার ভুইয়া, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুকোমল রায়, সদস্য তাজুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা সভাপতি ড. হুমায়ূন কবির, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, আশিকসহ প্রমুখ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement