৭ মে, ২০২৪, মঙ্গলবার

যেসব চাকরি বিলুপ্ত হতে পারে চ্যাটজিপিটির কারণে

Advertisement

তথ্যপ্রযুক্তি জগতে একরকম ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ওপেন চ্যাটবট চ্যাটজিপিটি। অনেকেই মনে করছেন এর হাত ধরে বিশ্বে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। আর সেই বদলের তোড়ে হারিয়ে যেতে পারে অনেক কিছু। অনেকে বলছেন, এই চ্যাটবটের কারণে চাকরি হারাতে পারেন বেশকিছু পেশার মানুষেরা।

জানা গেছে অনেক ব্যবসায়ী ও মার্কিন বেশকিছু সংস্থা তাদের কাজের সুবিধার্থে ইতোমধ্যে চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেছেন। কোথাও কোথাও নাকি চ্যাটজিপিটি আসার পর কিছু বিশেষ খাতের কর্মীকেও ছাটাই করা হয়েছে।

সম্প্রতি ভারতীয় এক এক ব্যক্তি কৌতূহলবশত চ্যাটজিপিটি-র কাছে জানতে চান, এই প্রযুক্তির জন্য মানুষ এমন কোন কোন ক্ষেত্র থেকে কাজ হারাতে পারে। সঙ্গে সঙ্গে কৃত্রিম এই বুদ্ধিমত্তা জানিয়ে দেয় এমন ১৮টি ক্ষেত্রের নাম।

কোন কোন কাজ হারাতে পারে মানুষ?

১) ডেটা এন্ট্রি অপারেটর

২) ক্রেতা পরিষেবা প্রতিনিধি

৩) প্রুফরিডার

৪) প্যারালিগাল

৫) বুককিপার

৬) অনুবাদক

৭) কপিরাইটার

৮) মার্কেট রিসার্চ অ্যানালিস্ট

৯) সোশ্যাল মিডিয়া ম্যানেজার

১০) অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউলার

১১) ট্রান্সস্ক্রিপশানিস্ট বা প্রতিলিপিবিদ

১২) নিউজ় রিপোর্টার

১৩) ট্রাভেল এজেন্ট

১৪) গৃহশিক্ষক

১৫) টেকনিক্যাল সার্পোট অ্যানালিস্ট

১৬) ইমেইল মার্কেটার

১৭) কনটেন্ট মডারেটর

১৮) রিক্রুটার

দ্রুত ও নির্ভুল কাজ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে সমাদৃত হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট। এটির আছে গাণিতিক সমাধান, সাহিত্য জ্ঞান, সাথে ভাষার দক্ষতা। তবে অনেক জটিলতাও আছে। অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্যও দিচ্ছে এই চ্যাটবট।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement