৭ মে, ২০২৪, মঙ্গলবার

কবিতা : পাতা ঝরার দিন

Advertisement

পাতা ঝরার দিনগুলোতে অদ্ভূত এক বিষন্নতা পেয়ে বসে।

মাড়িয়ে যাওয়া নিমজ্জিত পাতার শব্দ খুব বুকে এসে বিঁধে।

বাতাসের কোষে কোষে নানান রঙের পাতারা উড়ছে জানালা হতে দেখছি,

এক এক করে সব পাতা ঝরে পড়ছে।

আজ যেখানে পাতা ঝরার শব্দ কাল সেখানে ঘুঘুর আদর ছিল।

পাখীদের অবিশ্রান্ত কান্না, সন্ধ্যা নামে।

ঝরাপাতা আর মানুষের অনন্ত ছুটি – দৃশ্যপট একই!

চোখের লেন্স মাঝে মাঝে মহাকাল ধরে!

পাতা ঝরে মানুষ ঝরে

মানুষের দীর্ঘ ছায়া

ক্রমশ হেমন্তের বিকেলের মত

ছোট হয়ে আসে।

আমার সামনে আমি উদাস দাঁড়িয়ে

গলায় ভাঁজ-চুল পেকেছে সেই কবে,

জীবনের যত ধুলো ধুয়ে যায় অশ্রুজলে!

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement