২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

পুঁজিবাজারে আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

Advertisement

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ। এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। আজ  বিমা, ওষুধ, প্রকৌশল এবং বস্ত্র খাতের শেয়ার বেশ চাঙা ছিল।

তবে ব্যাংক-আর্থিক খাতের প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তাতে সূচক ও লেনদেন উভয় বেড়েছে।  এদিন বিমা খাতে তালিকাভুক্ত ৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম। ওষুধ খাতে তালিকাভুক্ত ৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ১০টি কোম্পানির শেয়ার।

তাছাড়াও প্রকৌশল খাতে ৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ১৭টির, আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই তিন খাতের পাশাপাশি বস্ত্র খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ‍বৃদ্ধির কারণে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র তথ্য মতে, আজ ২৮ মার্চ বাজারটিতে ৩৭৯টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৭৪০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৫৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ৭ দশমিক ৩৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ১৫ পয়েন্ট। ডিএসইতে আজ ৯২৪ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৫৭ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’তে এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল লাফার্জহোলসিম, ফরচুন সুজ, জেনেক্সইনফোসেস, বিডিকম, ওরিয়ন ফার্মা, বিডিল্যাম্প, আমরা টেকনোলোজিস, সোনালী পেপার এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।  এ বাজারে ৭৮ কোটি ৩৬ লাখ ১৫ হাজার ৩২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৪ টাকার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement