৭ মে, ২০২৪, মঙ্গলবার

বিশ্বের এক নম্বর টেনিস তারকার ঝাড়ি খেয়ে মাঠ ছাড়ল কোচ

Advertisement

রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভের সময়টা ভালো যাচ্ছে না। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়ে উইম্বলডনে অংশ নিতে পারছেন না। মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে হেরেই চলেছেন একের পর এক ফাইনাল। আর সেজন্যই বোধহয় হল ওপেনের ফাইনালে আর মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি, সবার সামনেই চেঁচিয়ে কোচকে মাঠ ছাড়া করেছেন।

গত বছর ইউএস ওপেন শিরোপা জয়ের টানা পাঁচ ফাইনালে হেরেছেন মেদভেদেভ। সবশেষ গত (১৯ জুন) রোববার হল ওপেনের ফাইনালে ৬-১,৬-৪ ব্যবধানে হেরে গেছেন পোলিশ তারকা হুবার্ট হুর্কাকসের কাছে। ম্যাচ চলাকালে এক পর্যায়ে মেজাজ হারিয়ে গ্যালারিতে থাকা কোচ জিলস সেরভারার ওপর চেঁচান মেদভেদেভ। ঝাড়ি খেয়ে কোচ তৎক্ষণাৎ মাঠ ত্যাগ করেন।

ইউএস ওপেন জয়ের পর গত এক বছরে পাঁচটি ফাইনালে হারের স্বাদ পেয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা মেদভেদেভ। প্যারিস মাস্টার্সের ফাইনালে নোভাক জোকোভিচ, এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে অ্যালেক্সান্ডার জভেরভ, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাফায়েল নাদাল এবং লিবেমা ওপেনের ফাইনালে রিথোভেনের বিপক্ষে হেরেছেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃতীয় রাশিয়ান হিসেবে ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অধিকার করেন মেদভেদেভ। মার্চে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়ে জোকোভিচের কাছে সেই অবস্থান খুইয়েছিলেন, তবে ফ্রেঞ্চ ওপেনে জোকোভিচের ব্যর্থতায় শীর্ষস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হন তিনি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement