২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

আবারও ব্যটারদের ব্যর্থতায় দিন শেষ করলো বাংলাদেশ

Advertisement

চট্টগ্রাম টেস্টে লিড নিয়েও অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ রানে চার উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা। দিন শেষে ১২ রান নিয়ে অপরাজিত রয়েছে মুশফিকুর রহিম আর ইয়াসির রাব্বি অপরাজিত রয়েছেন ৮ রানে। প্রথম ইনিংসের মত এই ইনিংসেও ব্যর্থ হয়েছেন দলের দুই ওপেনার সাদমান ও সাইফ। সাদমান ১ রান করে আউট হলেও সাই ফেরেন ১৮ রান করে। অন্যদিকে নাজমুল হাসান শান্ত ও মুমিনুল হক মেরেছেন গোল্ডেন ডাক।

বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৮৬ রান। আবিদ আলীর শতক ও আব্দুল্লাহ শফিকের অর্ধশতকে লিডের আশা জাগিয়েছিল দলটি। তবে তাইজুল ইসলামের অগ্নিঝরা বোলিংয়ে বাংলাদেশ ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে।

তবে এক্ষেত্রে টাইগাররা প্রত্যাশার প্রতিদান দিতে পারেনি। তৃতীয় দিনের শেষ সেশনে ২৫ রান জড়ো করতেই মুমিনুল হকের দল হারিয়ে ফেলে চারটি উইকেট। একে একে বিদায় নেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও সাইফ হাসান।

এরপর দলের হাল ধরেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও অভিষিক্ত ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। দুজনের সাবধানী ব্যাটিং দলকে আর কোনো বিপদের মুখ দেখতে দেয়নি। দিনের খেলা শেষ হওয়ার আগে তৃতীয় দিনে ১৯ ওভার খেলা হয়েছে, তাতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান। টাইগারদের লিড ৮৩ রান।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
টস: বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)
লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪
হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২

পাকিস্তান ১ম ইনিংস : ২৮৬/১০ (১১৫.৪ ওভার)
আবিদ ১৩৩, শফিক ৫২, ফাহিম ৩৮, শাহীন ১৩*, হাসান ১২
তাইজুল ১১৬/৭, এবাদত ৪৭/২

বাংলাদেশ ২য় ইনিংস : ৩৯/৪ (১৯ ওভার)
সাইফ ১৮, মুশফিক ১২*, ইয়াসির ৮*
শাহীন ৬/৩, হাসান ১৯/১
বাংলাদেশের লিড ৮৩ রান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement