১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের উপর চটেছেন জালাল ইউনিস

Advertisement

প্রায় ১২ বছরের উপরে অস্ট্রেলিয়ার আমন্ত্রণে কোন সিরিজ খেলতে যায় না বাংলাদেশ। ইংল্যান্ডের আমন্ত্রণেও সবশেষ সিরিজ বাংলাদেশ খেলেছে ২০০৮ সালে। এই যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাংলাদেশকে নিজেদের দেশে সিরিজ খেলতে আমন্ত্রণ জানায় না এ নিয়ে প্রশ্ন তুলেছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস। তিনি এ বিষয়ে গণমাধ্যমে বলেন,অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলোর কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার দাবি রাখে বাংলাদেশ। সেই যোগ্যতাও রাখে বাংলাদেশের।

তিনি আরও বলেন, ‘আমরা আগেও যোগ্য ছিলাম এই সম্মানের। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে গিয়ে খেলার আমন্ত্রণ আগে থেকেই আমরা ডিজার্ভ করি। এখানে নিজেদের প্রমান করার কিছু নাই। আমাদের শক্তিমত্তা, প্যাশন ও দেশের ক্রিকেট কোথায় আছে সেটা দেখেই বোঝা যায়।

কিছুদিন আগেই বাংলাদেশের আমন্ত্রণে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটিতেই হেরেছে তারা। কোন রকমে একটি ম্যাচ জিতেছে তাও আবার টাইগারদের ভুলে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement