১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

হঠাৎ ক্রিকেট ছাড়লেন বেন স্টোকস

Advertisement

বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ইংলিশ তারকা বেন স্টোকস হুট করেই জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে যাচ্ছেন তিনি। ফের কবে ফিরবেন তিনি নিজেও জানেন না।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, মূলত মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েঠে বেন স্টোকস। এছাড়া ইনজুরি তো আছেই। তার বাঁ হাতের আঙ্গুলের চোটও এখনো পুরোপুরি সেরে উঠেনি।

এদিকে বুধবার থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাড়াই ভারতের মোকাবিলা করতে হবে ইংল্যান্ডকে।

স্টোকস সরে যাওয়ায় বিকল্প হিসেবে সমারসেটের অলরাউন্ডার ক্রেইগ ওভারটনকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ড দলের নির্বাচকরা।

ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলি জাইলস বলেন, ‘খুব কম স্বাধীনতা নিয়ে পরিবারের বাইরে বেশির ভাগ সময় থাকা সত্যিই খুব চ্যালেঞ্জিং। গত ১৬ মাস ধরে ক্রমাগত জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকা সত্যিই অনেক কঠিন। এটা সবার ভালো থাকাতেই প্রভাব রেখেছে। যত সময় দরকার ততটাই পাবে স্টোকস। আমরা ভবিষ্যতে ইংল্যান্ডের হয়ে তার খেলার দিকে তাকিয়ে আছি।’

শুক্রবার রাতে এ প্রসঙ্গে এক স্ট্যাটাসে বাংলাদেশের জাতীয় ক্রিকেটার শাহরিয়ার নাফিস লিখেছেন, ‘বায়ো-বাবল ক্লান্তির প্রথম হেভিওয়েট শিকার। এছাড়া তার আঙুলের চোটও আছে। দেশের জন্য খেলা এবং পারফর্ম করা এমনিতেই বিশাল দায়িত্ব এবং মানসিক চাপের।আর এখন কোভিড ১৯ -এর জন্য রয়েছে বায়ো-বাবল। ইশ! যদি সবাইকে বোঝানো যেত যে খেলোয়াড়দের জন্য সময়টা কতটা কঠিন!’

তথ্যসূত্র: আইসিসি ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement