১৫ জানুয়ারি, ২০২৫, বুধবার

ডেল্টা প্রজাতি নিয়ে বেরিয়ে এল আরও ভয়ঙ্কর তথ্য

Advertisement

কোভিড-১৯ টিকা নেওয়ার পরও করোনার ডেল্টা (Delta) প্রজাতির শিকার হচ্ছেন আমেরিকার অনেক বাসিন্দা। তাদের থেকে নতুন করে অনেকের মধ্যে অতি সহজেই ছড়িয়ে পড়ছে ভাইরাসের এই রূপটি। এমকি, যারা টিকা নেননি, তাদের মতোই প্রায় সমান হারে করোনা ছড়াচ্ছেন টিকাপ্রাপ্তরাও। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধক সংস্থা- ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) এর এক অপ্রকাশিত ও অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট বলছে যে টিকা নিয়েও ডেল্টার সংক্রমণ থামানো সম্ভবপর হচ্ছে না।


ওই রিপোর্টের বরাত দিয়ে আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, করোনার আলফা প্রজাতি থেকেও প্রায় দশগুণ বেশি সংক্রামক এই ডেল্টা প্রজাতি। এমনকি, করোনার আদি ধরনের থেকে বহুগুণ ছোঁয়াচে ও মারাত্মক শক্তিশালী এটি।
প্রসঙ্গত, ভারতে প্রথম এই ডেল্টা (বি.১.৬১৭.২) প্রজাতির সংক্রমণ শনাক্ত হয়। তাই এটি করোনার ভারতীয় রূপ বলেই পরিচিত। ইতিমধ্যেই ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের শতাধিক দেশে ত্রাস ছড়াচ্ছে এই ডেল্টা প্রজাতি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement