দক্ষিণ এশিয়ায় ফুটবলের সবচাইতে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে মালদ্বীপে। সোমবার, সাফের নির্বাহী কমিটির বৈঠকে নেওয়া হয় এমন সিদ্ধান্ত। ১ থেকে ১৩ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে এই টুর্ণামেন্ট। এর আগে সাফে স্বগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলো নেপাল ও মালদ্বীব। তবে সাফ কমিটির ভার্চুয়াল মিটিংয়ে মালদ্বীপের মালেতে এই টুর্ণামেন্টের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২০০৮ সালে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে সাফ আয়োজন করেছিল মালদ্বীপ। চলতি মাসের আগস্টে এএফসি কাপের দক্ষিণ এশিয়ান পর্বের স্বাগতিকও মালদ্বীপ।