৩০ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

নিউজিল্যান্ডকে ১৮০ রানের টার্গেট দিল ইংল্যান্ড

Advertisement

এবারের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটাররা যে দুর্দান্ত ছন্দে আছেন, সেটারই প্রমাণ দিল জস বাটলারের দল। নিউজিল্যান্ডের শক্তিশালী বলিং লাইনকে শুরু থেকেই কড়া শাসনে রেখেছেন দুই ইংলিশ ওপেনার। শেষটা তেমন ভালো না হলেও বড় সংগ্রহই পেয়েছে ইংলিশরা।

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মঙ্গলবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে কিউইদের ১৮০ রানের লক্ষ্য দিয়েছে বাটলারের দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়েই বাজিমাত করেছে ইংলিশরা। ৬১ বলে ৮১ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত এনে দিয়েছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। ৪০ বলে ৫২ রান করে হেলস আউট হলে ভাঙে সে জুটি।

তিন নম্বরে নেমে মইন আলী অবশ্য তেমন কিছুই করতে পারেননি। ৬ বলে ৫ রান করে আউট হয়েছেন ইশ সোধির বলে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিয়াম লিভিংস্টোন। আউট হয়েছেন ১৪ বলে ২০ রান করে।

এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও রানের চাকা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বাটলার। ৪৭ বলে ৭৩ রান করে অধিনায়ক ফেরেন ১৯ তম ওভারে রান আউট হয়ে। ১৭৯ রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement