২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

পুঁজিবাজারে আজও কমেছে সূচক

Advertisement

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস আজ। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে ২১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৫ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে গত রোববার (৩ এপ্রিল) সূচক সামান্য বৃদ্ধির পর সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা চারদিন দরপতন হলো। এই চার দিনে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ৮ হাজার ৯০ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র তথ্য মতে, এদিন বাজারটিতে ৩৭১টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৯৮৮টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলো মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ২৩০টির, আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের।

লেনদেন হওয়া প্রায় সব শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৬ হাজার ৬৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ২ দশমিক ৬১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৭ দশমিক ৪৪ পয়েন্ট।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’এ ৫১৫ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৯০ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইতে আজ ০৭ এপ্রিল লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের। এরপর ছিল সোনালী পেপার, লাফার্জহোলসিম, বিজিবি পাওয়ার, বিবিএস, আইপিডিসি, নাহি অ্যালুমনিয়াম, বিএসসি, স্কয়ার ফার্মা এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ দশমিক ২৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৫০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম। এ বাজারে ১৮ কোটি ৪০ লাখ ২০ হাজার ২৬৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement