২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

পুঁজিবাজারে এক বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

Advertisement

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ। এদিন সূচক পতনের মধ্যদিয়ে লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এদিনও বিক্রেতার তুলনায় ক্রেতা সংখ্যা কম থাকায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৪৯০ কোটি টাকা। অর্থাৎ ৫শ কোটি টাকার নিচে।

যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২১ সালের ১২ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা।

এদিন লেনদেন কমার পাশাপাশি উভয় বাজারে সূচক ও বেশিরবাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে গত রোববার (৩ এপ্রিল) সূচক সামান্য বৃদ্ধির পর সোম, মঙ্গল ও বুধবার টানা তিনদিন দরপতন হল।

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারটিতে ৩৭৫টি প্রতিষ্ঠানের মোট ১২ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ২৬২টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলো মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ২৯৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।

লেনদেন হওয়া প্রায় সব শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৪ দশমিক ৫৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৫ দশমিক ৫৮ পয়েন্ট।

ডিএসইতে এদিন ৪৯০ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসির শেয়ার। এরপর ছিল প্রভাতি ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, জিএসপি ফাইন্যান্স, জেনেক্স ইনফোসেস, লাফার্জহোলসিম, নাহি অ্যালুমনিয়াম, ইয়াকিন পলিমার এবং ভিএফএস থ্রেডস লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৩টির, আর অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। এ বাজারে ২২ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৯২৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন বাজারটিতে লেনদেন হয়েছিল ১২ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮৫৭ টাকার শেয়ার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement