২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

পুঁজিবাজারে বড় উত্থানে আজকের লেনদেন

Advertisement

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ। এদিন দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২১৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র তথ্য মতে, আজ ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের ১৩ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৭২৪টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৬৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারে দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১০ দশমিক ৭২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ২৭ দশমিক ৭১ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৬০৫ কোটি ৯৭ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর লেনদেন হয় জেএমআই হসপিটাল, আইপিডিসি, বিএসসি, বিবিএস, ফরচুন সুজ, লাফার্জহোলসিম, জেনেক্স ইনফোসেস, স্কয়ার ফার্মাসিটিউক্যালস এবং বিডি কম লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৮ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৩টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৮টির, আর অপরিবর্তিত রয়েছে ২৯টির। এ বাজারে ২৪ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ৫৬৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement