৯ সেপ্টেম্বর, ২০২৪, সোমবার

দেশে তৈরি হচ্ছে ফেসবুকের বিকল্প: আইসিটি প্রতিমন্ত্রী

Advertisement

ফেসবুকের বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি হচ্ছে দেশে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে নির্মাণাধীন প্ল্যাটফর্মটির নাম দেওয়া হচ্ছে ‘যোগাযোগ’। এর দ্বারা সহজেই দেশীয় উদ্যোক্তারা তথ্য-উপাত্ত ও যোগাযোগের জন্য নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস এবং গ্রুপ তৈরি করতে পারবে। তবে উদ্যোক্তাদের বিদেশনির্ভর হতে হবে না।
আজ শনিবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজিত এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাসের দ্বিতীয় সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি ।

এছাড়াও আইসিটি বিভাগের উদ্যোগে ভিডিও কনফারেন্সের প্ল্যাটফর্ম জুমের বিকল্প ‘বৈঠক’ তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। করোনা প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অ্যাপের কথাও উল্লেখ করেন তিনি। আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন শুধু ফেসবুক অথবা জুমেরই বিকল্প নয়, আমরা চেষ্টা করছি নিজস্ব যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ‘আলাপন’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে। এছাড়াও স্ট্রিমিংসহ নিজেদের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এই অনুষ্ঠানে।

এই নতুন প্ল্যাটফর্মটি ব্যবহার করে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম উপকৃত হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। উদ্যোক্তা হওয়ার প্রথম চ্যালেঞ্জ হলো ঝুঁকি নেওয়ার সাহস এমনটাই মনে করেন পলক। সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে এই প্রযুক্তি উদ্ভাবনে নারীদের আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী ।

এসময় উপস্থিত ছিলেন ভার্চ্যুয়াল অনুষ্ঠানে আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ এবং উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু ও সভাপতি নাসিমা আক্তার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement