১৯ সেপ্টেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

সূচকের ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

Advertisement

সপ্তাহের চতুর্থ কর্মদিবস (১৫ জুন) বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন। প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।

প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১১ পয়েন্ট। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৩০ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৩ লাখ ১৬ হাজার ৫৫ টাকার শেয়ার।

সিএসইতে দিনের প্রথম ঘণ্টায় ১৬৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement