৩০ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

হুমকির জবাব পরমাণু অস্ত্রে দেওয়ার কঠোর হুঁশিয়ারি উ.কোরিয়া প্রেসিডেন্টের

Advertisement

এশিয়ার পরমাণু শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যুক্তরাষ্ট্রকে আবারও সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, পিয়ংইয়ংয়ের ওপর হুমকি অব্যাহত থাকলে পরমাণু অস্ত্র ব্যবহার করে এর জবাব দেওয়া হবে।

শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

(১৮ নভেম্বর) শুক্রবার নতুন করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। নিজে উপস্থিত থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করেন কিম জং উন।

বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, শক্তিশালী এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা শেষে প্রেসিডেন্ট কিম হুঁশিয়ারি দিয়েছেন, উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের হুমকি বরদাস্ত করা হবে না। এরপর তিনি বলেছেন, যদি শত্রুরা হুমকি অব্যাহত রাখে তাহলে সর্বশক্তি প্রয়োগ করে পরমাণুর জবাব দৃঢ়ভাবে পরমাণু অস্ত্র দিয়েই দেওয়া হবে।

এদিকে শুক্রবার যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে সেটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে জানায় জাপান ও দক্ষিণ কোরিয়া। এটির ১৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করার ক্ষমতা আছে।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কার্যক্রম বৃদ্ধির পর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। এসব সামরিক মহড়ারও তীব্র সমালোচনা করেছেন কিম জং উন। তিনি একে ‘যুদ্ধের আগ্রাসী প্রশিক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যদি এসব প্রশিক্ষণ চলতে থাকে তাহলে কঠোরভাবে এগুলো মোকাবিলা করা হবে।

সূত্র: এএফপি

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement