করোনায় আক্রান্ত রোগীদের অন্যতম প্রধান সমস্যা শ্বাসকষ্ট। এ সমস্যার সমাধানে রোগীকে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সরবরাহ করা জরুরি। সময়মতো অক্সিজেন দেওয়া সম্ভব না হলে করোনা রোগীর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সারা দেশে, বিশেষ করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন সহজলভ্য করার বিষয়টি প্রায় এক বছর ধরে আলোচনায় থাকা সত্ত্বেও দেশের বহু অঞ্চলে এখনো অক্সিজেন সংকট কাটেনি।
দেশে কয়েকদিন ধরে করোনায় মৃতের সংখ্যা একশর ওপরে যাচ্ছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আট হাজারেরও বেশি মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। একদিনে সাতক্ষীরা ও ফেনীর সোনাগাজীতে অক্সিজেন সংকটে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে শুধু সাতক্ষীরাতেই মারা গেছেন আটজন।
জানা গেছে, রাজধানীর বাইরে করোনা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে যেসব সরকারি হাসপাতাল সুনাম অর্জন করেছে, সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সেগুলোর একটি। বস্তুত গত বুধবার ২ ঘণ্টা অক্সিজেন সরবরাহে ত্রুটি দেখা দিলে এসব রোগীর মৃত্যু ঘটে। রোগীর স্বজনদের অভিযোগ, ওইদিন কর্তব্যরত চিকিৎসকের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে।
তবে চিকিৎসকদের বক্তব্য- অক্সিজেনের চাপ কমে যাওয়ার কারণেই রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। অক্সিজেন সরবরাহে কোনো ত্রুটি দেখা দিলে তা দূর করার দায়িত্ব মূলত অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের; কর্তব্যরত চিকিৎসকদের নয়। কর্তব্যরত চিকিৎসক অক্সিজেনের চাপ কমে যাওয়ার বিষয়টি চিহ্নিত করতে পারলেও ওই মুহূর্তে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
করোনা রোগীর চিকিৎসাসেবা প্রদান করে সুনাম অর্জনকারী একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালেই যখন এমন ঘটনা ঘটেছে, তখন বোঝা যায় জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসা নিতে গিয়ে করোনা রোগীদের কতটা দুর্ভোগের শিকার হতে হয়। সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সারা দেশের জেলা-উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর চাপ।
এমন পরিস্থিতিতে চিকিৎসার পাশাপাশি চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জানা গেছে, ইতোমধ্যে দেশের অনেক জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে অক্সিজেনের সংকট তীব্র আকার ধারণ করেছে।
বেশ কিছুদিন ধরেই দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় করোনা ভয়াবহ রূপ নিয়েছে। বস্তুত কিছুদিন ধরে সারা দেশেই সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে অক্সিজেনের সংকটসহ চিকিৎসাবিষয়ক নানা রকম সংকটের বিষয়টি বহুল আলোচিত। ফলে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার করোনা রোগীদের সুচিকিৎসার জন্য বিভাগীয় শহর বা রাজধানীতে ছুটতে হচ্ছে।
এতে বিভাগীয় শহর ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। দূরের অনেক রোগীর পক্ষে চিকিৎসার এ ব্যয়ভাব বহন করা সম্ভব নয়। সামর্থ্য আছে এমন রোগীদের কোনো কারণে সময়মতো বিভাগীয় শহর বা রাজধানীতে নেওয়া সম্ভব না হলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
কাজেই করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে হলে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এজন্য অক্সিজেন সংকট ও অন্যান্য সমস্যা দূর করতে হবে জরুরিভিত্তিতে।