“কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল” নামটি শুনেই কিছুটা আচ করা যাচ্ছে এই বইয়ের ভিতরে কী লেখা থাকতে পারে। হবু মায়েদের জন্যই উৎসর্গ করে এই বইটি লিখেছেন তিনি। আর এই বইটিকে পৃথিবীর সামনে নিজের “তৃতীয় সন্তান” হিসেবেই পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনিস্টাগ্রামে তার পোস্ট পড়ে ধারণা করা যাচ্ছে খুব দ্রুতই বইটি প্রকাশিত হতে যাচ্ছে।
অন্তঃসত্ত্বা অবস্থায় কারিনার শারিরীক ও মানসিক পরিবর্তনগুলোকে নিয়েই তিনি সাজিয়েছেন এই বইটি। লিখেছেন তার অনুভুতির কথাও। গেল ডিসেম্বরে প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্মদিনে এই বইটি লেখার কথা জানিয়েছিলেন এই বলিউড স্টার। আর যখন তিনি বইটি লিখছিলেন তখন তখনও তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। দ্বিতীয় সন্তান জন্মদানের ৫ মাস পর তার লেখা বইটি প্রকাশ্যে আনলেন কারিনা।