১৪ অক্টোবর, ২০২৪, সোমবার

অবশেষে ক্রিকেটে ফিরেছেন জুনায়েদ সিদ্দিকি

Advertisement

দেশের হয়ে ব্যাট হাতে একসময় প্রতিপক্ষের বোলারদের শাসন করেছেন। কিন্তু ঠিক কী কারণে হুট করেই ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সেই রহস্য এখনও অজানা। তবে সব রহস্যকে পেছনে ফেলে আবারও পেশাদার ক্রিকেটে ফিরেছে টাইগারদের সাবেক অপেনার জুনায়েদ সিদ্দিকি।

এবারের ডিপিএলে তিনি খেলছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। লিগের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ প্রাইম ধলেশ্বরের বিপক্ষে খেলেছেন ৪৮ রানের দুর্দান্ত ইনিংস। এতদিন পর ক্রিকেটে ফিরে জুনায়েদ যে বেশ আনন্দিত তা বোঝা যায় তার ফেসবুক স্ট্যাটাসেই। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে জুনায়েদ লিখেছে, বহুদদিন পর আবারও পেশাদার ক্রিকেটে ফিরলাম। লিগে নিজেদের প্রথম ম্যাচে ৪৮ রানের ইনিং খেলে আমি নিজেকে ধন্য মনে করছি।

তবে যে উইকেটে খেলা হয়েছে এমন উইকেটে রান পাওয়া একজন ব্যাটারের জন্য বেশ কঠিন ব্যাপার। আমি চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। তবে দঃখ লাগছে এই ম্যাচের কোন রেজাল্ট হয়নি। পয়েন্ট ভাগাভাগি করেই আমাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। জুনায়েদ সিদ্দিকির প্রত্যাশা জাতীয় দলে ফিরতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে তিনি ফিরবেন আগের রুপেই।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement