ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের দ্বিতীয় ভাগে অংশ নিতে গেল কাল রোববার দিবাদত রাতে সাকিব আল হাসানের সাথে দুবাই যাবার কথা থাকলেও শেষ পর্যন্ত তার আর যাওয়া হয়নি। ভিসা জটিলতার কারণে মোস্তাফিজকে ফিরে আসতে হয় বিমান বন্দর থেকেই।
তবে ভিসা জটিলতা কাটিয়ে সোমবার মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়ে মোস্তাফিজ তার ফেসবুক পেইজে প্লেনের ভেতরের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, আমি যাচ্ছি আইপিএলের দ্বিতীয় অংশে যোগ দিতে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো পারফরম করতে পারি এবং আমার আউপিএল খেরার অভজ্ঞতা আসছে বিশ্বকাপে খুব ভালোভাবে কাজে লাগাতে পারি।
মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন।