ঈশ্বর শুনেছেন নেইমারের কথা। ব্রাজিলিয়ান এই তারকা খুব করে চাইছিলেন যেন কোপার ফাইনালে তার প্রিয় মেসির সাথে তার দেখা হয়। ঘটেছেও তাই। কোপার দ্বিতীয় সেমিফাইনালে কলোম্বিয়াকে হারিয়ে ১৪ বছর পর কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। শেষ ২০০৭ সালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিলো ব্রাজিল তবে সেই ম্যাচে আর্জেন্টিনা হেরেছিলো ৩-০ গোলে। শেষবার কোপায় আর্জেন্টিনা ব্রাজিলের সাথে জিতেছিলো ১৯৯১ সালে। সে সময নেইমার বা সেমিসর কোন অস্তিত্ব ছিলো না। তবে এইবার আসল লড়াইটা হবে এই দুই তারকার মাঝেই।
১৯৯১ সালের পর ৬ বার দুই দলের দেখা হয়েছিলো ফইনালে, তবে একবারও জেতা হয়নি আর্জেন্টিনার। এখন দেখার বিষয় ১০ জুলাইয়ের ফাইনালে কে জেতে।