আগামী ২২ জুলাই থেকে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ” অলিম্পিকের আসরে ফুটবলে স্বর্ণ পদক জিততে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিলের মত বড় দলগুলো। যদিও বয়সের সিমাবদ্ধতা থাকায় বেশির ভাগ তারকা ফুটবলারদেরই দেখা যাবে না এই আসরে। তারপরও বিশ্বের সবচাইতে ক্রীড়া জজ্ঞের দিকে সবারই নজর থাকবে সেটা তো নিশ্চিত করেই বলা যায়। এই আসরকে সামনে রেখে তাকার ফুটবলারদের ছাড়াই চুড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
এই দলে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন- নেহুয়েন পেরেস, ব্রাইটেন, আলেক্সিস ম্যাক, অ্যালিস্টার, ফাকুন্দো মেদিনা, ভেলেজ সার্জফিল্ডের, থিয়াগো আলমাদা, এজেকিয়েল বার্কো, আদোলফো গাইস। চোটের কারণে দল থেকে সরে যেতে হয়েছে স্ট্রাইকার লুকাস আলারিওকে। নিয়ম অনুসারে অলিম্পিকে যে কোন তিনজন খেলোয়াড়কে দলে রাখা যাবে যাদের বয়স ২৪ বছর বা তার উপরে। তাই অভিজ্ঞ গোলকিপার জেরেমাইকে দলে ভিড়িয়েছেন আর্জেনন্টিনার কোচ।