১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

অলিম্পিক আর্চারীর শেষ ষোলতে পাঁ রেখেছে রোমান-দিয়া

Advertisement

প্রথমবারের মত অলিম্পিকে অংশ নিয়েছে বাংলাদেশের আর্চাররা। আজ (শুক্রবার)টোকিও অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের নারী আর্চার দিয়া সিদ্দিকী ক্যারিয়ার সেরা স্কোর করে র্যাংকিং রাউন্ডে ৩৬ তম হয়েছে। তার স্কোর ছিলো ৬৫৩। এদিকে দেশ সেরা আর্চার রোমান সানা ক্যারিয়ার সেরা স্কোর না করতে পাররেও ৬৬২ পয়েন্ট নিয়ে পুরো বিশ্বে তিনি ১৭ তম অবস্থানে আছেন, যা বাংলাদেশের জন্য অনেক বড় এক অর্জন। ম্যাচের প্রথমার্ধে রোমান ছিলেন সেরা আটে।

তবে মিশ্র বিভাগে রোমান আর দিয়ার দুর্দান্ত পারফরমেন্সে শেষ ষোল নিশ্চিত হয়েছে। ১২৯৭ স্কোর করে মিশ্র বিভাগে কানাডাকে হারায় বাংলাদেশ। যেকানে কানাডার স্কোর ছিলো ১২৯৫। দীর্ঘ সময় ধরে ১৫ নম্বরে ছিলো বাংলাদেশ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement