অলিম্পিকে খেলতে যাওয়া ক্রীড়াবিদরা আজ জাপানে ঈদুল আযহা পালল করেছেন। সকালে অলিম্পিকে ভিলেজে বাংলাদেশের খেলোয়ারড়া বিশ্বের মুসলিম দেশ গুলোর ক্রীড়াবিদদের সাথে জামাতে পড়েছেন ইদের নামাজ। নিশীথ সুর্যের দেশে গিয়ে ভোর রাতে ঈদের জামাতে নামাজ আদায় করেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা।
আগামী ২৩ জুলাই থেকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে, সেদিনই বাংলাদেশের আর্চাররা মাঠে নামবেন র্যাংকিং রাউন্ডের খেলায়। ২৫ জুলাই অনুষ্ঠিত হবে শ্যুটিং গেমস। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আব্দুল্লাহহেল বাকি। আজ থেকে পুরোদমে অনুশীলন শুরু করবে বাংলাদেশের খেলোয়াড়রা।