২৭ জুলাই, ২০২৪, শনিবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দেওয়া হলো মুশফিককে

Advertisement

বাবা-মায় করোনা আক্রান্ত হয়েছে এ খবর শুনে সাথে সাথেই জিম্বাবুয়ে থেকে দেশে চলে আসেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ মিস করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার খেলার কথা ছিলো। বিসিবিও চেয়েছিলো মুশফিককে দলে রাখতে, কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ক এ বিষয় মানতে নারাজ। ক্রিকেট অস্ট্রিলিয়ার কাছে এ ব্যপারে অনুরোধ করে চিঠি পাঠালেও অজিদের হেলথ প্রটোকল টিম সেই অনুরোধ নাকচ করে দেয়।

শোনা যাচ্ছে ‘মুশফিকুর রহিমের বাবা মা এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। মুশফিকের পরিবারের এ অবস্থা শোনার পর এ সিরিজে তার খেলার ব্যাপারে সরাসরি নাকচ করে দিয়েছে অস্ট্রেলিয়া দলের হেলথ প্রটোকল টিম সরাসরি না করে দিয়েছে। ক্রিকেট বোর্ডের একজন প্রভাবশালী কর্মকর্তা জানান, নির্ধারিত সময় মুশফিক জৈব সুরক্ষায় যোগ দিতে পারেনি তাই তার আর খেলার সম্ভবনা নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে।

তিন আগস্ট প্রথম টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ আগস্ট।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement