আইসিসি ওয়ানডে সুপারলিগে ৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এতদিন টেবিল টপার ছিলো বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে জিতে টাইগারদের থেকে স্থান দখল করে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইংল্যান্ডের পয়েন্ট এখন বাংলাদেশের চাইতে দশ বেশি। অবশ্য বাংলাদেশের চেয়ে ১ ম্যাচ বেশি খেলেছে ইংলিশরা। তবে জিম্বাবুয়ে সিরিজে জয় পেলে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান আরও একটু মজবুত হবে।
দ্যা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৪১ রান জড়ো করে শ্রীলঙ্কা। জবাবে ২৪২ রানের জয়ের লক্ষ্যে মাঠে নেমে ৮ উইকেট ও ৪২ বল হাতে রেখেই জয়ের বন্ধরে পৌঁছে যায় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
টস : ইংল্যান্ড
শ্রীলঙ্কা : ২৪১/৯ (৫০ ওভার)
ধনঞ্জয়া ৯১, শানাকা ৪৭, হাসারাঙ্গা ২৬
স্যাম ৪৮/৫, উইলি ৬৪/৪
ইংল্যান্ড : ২৪৪/২ (৪৩ ওভার)
মরগান ৭৫*, রুট ৬৮*, রয় ৬০