২৭ জুলাই, ২০২৪, শনিবার

আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন

Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালা।

তিনি জানিয়েছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

বুধবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে এ খবর জানান সিইসি।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দাখিল ১২ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাইবাছাই ১৩ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের তারিখ ১৪ ফেব্রুয়ারি। এরপর ১৯ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।

তিনি জানান, ৩৪৩ জন সংসদ সদস্য ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর দুইটায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে আজ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার খবর জানিয়েছিলেন সিইসি। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement