২৭ জুলাই, ২০২৪, শনিবার

আজ উদ্বোধনী ম্যাচ বিপিএলের

Advertisement

আজ থেকেই মাঠে গড়াচ্ছে বিপিএল। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। উঠে যাবে বিপিএলের নবম আসরের পর্দা। উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এবারের আসরে সিলেট দল বেশ পরিপাটি। দেশী-বিদেশী তারকা ক্রিকেটারে শক্ত করেছে ঘাঁটি। তাছাড়া পেশাদারীত্বের ছাপ রেখেছে প্রতিটি পদক্ষেপে। ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ মাশরাফী বিন মোর্ত্তজা আছেন দলটির নেতৃত্বে। দেশের ক্রিকেটের পরিচিত মুখরাই আছেন কোচিং প্যানেলে। সব মিলিয়ে সিলেট স্ট্রাইকার্স এবার সেরার কাতারে।

বিপরীতে চট্টগ্রাম দল সাজিয়েছে তারুণ্যে ভরসা রেখে। দলে নামিদামি ক্রিকেটার তেমন নেই। তবে যারা আছেন তারা নিজেদের কাজটা বেশ ভালোই বুঝেন। দলটির বড় শক্তির জায়গা নতুন কিছু করে দেখানোর ইচ্ছা। দলটির নেতৃত্ব পেয়েছেন শুভাগত হোম। সঙ্গী হিসেবে তিনি পাচ্ছেন আফিফ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো ম্যাচজয়ী ক্রিকেটারদের।

এক নজরে সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড :

মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কলিন অ্যাকারম্যান। রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল অপু, আকবর আলি, শরিফুল্লাহ, তানজিম সাকিব, তাইবুর রহমান, টম মুডস, গুলবাদিন নাইব।

এক নজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড :

আফিফ হোসেন ধ্রুব, বিশ্ব ফার্নান্দো, আশান প্রিয়জন, কার্টিস ক্যাম্ফার, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তোফিক খান তুষার, ম্যাক্স ও’ডাউড, উন্মুক্ত চাঁদ, খাজা নাফে, অভিষেক মিত্র, উসমান খান, নিহাদুজ্জামান, মালিন্দা পুস্পকুমারা, বিজয়কান্ত।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement