টেস্ট-ওয়ানডে সিরিজ জিতে নিজেদের ঘরে ট্রফি তুলেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। রানে ফিরেছে সৌম্যা সরকার। প্রথম টি-টোয়েনটিতে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন তিনি। নাইম শেখও ও অপরাজিত ছিলো ৬৩ রানে। সাথে সোহানও দেখিয়েছেন নিজের কেরামতি। দ্বিতীয় ম্যাচেও অপ্রতিরোধ্য থাকতে চায় বাংলাদেশ। একাদশে কোন পরিবর্তন না আসার সম্ভবনা থাকলেও গুঞ্জন আছে আজ অভিষেক হতে পারে তরুন ক্রিকেটার শামীম পাটোয়ারির।
বাংলাদেশ সময় আজ (শুক্রবার) বিকেল সাড়ে চারটায় মুখোমুখি হবে দুই দল।