২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিলো পাকিস্তান। সেবার ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানে হেরেছিলো ক্রিকেটের জায়ান্ট ভারত। তারপর থেকেই আর মাঠে গড়ায়নি আইসিসির অন্যতম সেরা আসরটি। তবে দীর্ঘ ৮ বছর পর আবারও মাঠে ফিরছে আইসিসি চ্যম্পিয়ন্স ট্রফি, এমনটাই ঘোষণা দিয়েছে আইসিসি।
সেই সাথে প্রতিবছরই আইসিসি আয়োজন করবে কোন না কোন টুর্নামেন্ট। ২০২৪ সাল থেকে সামনের আট বছরের জন্য প্রকাশিত এফটিপিতে এমন কথাই বলেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ২০২১ সালে এই টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও সেটির জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি।
আইসিসির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২০২৪ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত দুটি ওয়ানডে বিশ্বকাপ, দুই বছর পরপর চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে।