সেলিব্রিটের ব্যাপারটাই আলাদা। যদি সে হয় বলিউডের সুপারস্টার তাহলে তো কথাই নেই। জনসমক্ষে একাএকা বের হওয়া মানেই ভক্তদের কবোলে পড়ার ভয়। প্রিয় তারকাকে কাছে পেয়ে সেলফি তোলা, অটোগ্রাফ নেওয়া এসব তো পুরণ করতেই হয় সেলিব্রেটিদের। তবে সবসময় তো সবার আবদার মেটানো সম্ভব হয় না তাদের। তাই শ্রোতা ভক্তোদের সামলাতে তারা নিয়োগ দেন দেহরক্ষী। যারা যেকোন বাজে পরিস্থিতি থেকে রক্ষা করেন সেলিব্রেটিদের।
ভারতের অভিনেত্রী ও টিম ইন্ডিয়ার ক্যাপটেন ভিরাত কোহলের স্ত্রী আনুশকাও রেখেছেন দেহরক্ষী । আনুসকা “সনু” বলে ডাকলেও যার আসল নাম প্রকাশ সিং। গেলো ৯ বছর হলো আনুশকার সাথে ছায়ার মতো রয়েছেন এই সনু। আর এই সনুর বেতন শুনতে আগ্রহ রয়েছে অনেকেরই ভারতীয় গণমাধমের খবরে জানা যায় এই সনুর বেতন বছরে এক কোটি ২০ লাখ রুপি। প্রতিমাসে তার ব্যাংক একাউন্টে ঢোকে ১০ লাখ রুপি করে।