২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

আফগানিস্তানের বিপক্ষে আমি দুই গোল করেছিলাম:মামুনুল ইসলাম

Advertisement

বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তাদের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশে হেরেছে ২টিতে আর ড্র করেছে তিনটি ম্যাচ। এই আফগানদের বিপক্ষে মাঠে নেমে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার ও অধিনায়ক মামুনুল ইসলামের। ২০০৮ সালে সাফ চ্যম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে বাংলাদেশ দলের হয়ে স্কোর করেছিলেন তিনি।

কেটিভি প্রতিদিনকে মামুন বলেন, আফগানদের বিপক্ষে আমি দুটি গোল করেছি। তাদের বিপক্ষে স্কোর করা খুব বেশি কঠিন হবে না তবে ট্যাকটিক্যাল ফুটবল খেলতে হবে জামালদের। তিনি আরও বলেন, আমি আশা করছি এই ম্যাচে জিততে না পারলেও ড্র করা উচিত বাংলাদেশের। ফিফা র্যাংকিংয়েও আমরা তাদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই তাই ভালো কিছু আশা করতেই পারি।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শুভ কামনা জানিয়েন টাইগার ফুটবলারদের। টাইগার ফুটবলারদের এই সাবেক ক্যাপ্টেন মনে প্রাণে চাইছেন আজ যেন কোন ভাবেই পয়েন্ট হাতছাড়া না হয়। বাংলাদেশ সময় রাত আটটায় কাতারের দোহায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের ফুটবলাররা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement