আবারও চুটিয়ে প্রেম করার সুযোগ এসেছে সালমানের জীবনে। তবে প্রেমিকা কিন্তু সেই ক্যাটরিনাই! এবার তাদের প্রেমের ফুল ফুটবে উইরোপে। এক সাথে থাকবেন দুই মাস। পুরাতন প্রেমিকাকে কাছে পেয়ে সালমানের মনে লাড্ডু ফুটলেও এমন ঘটনা যে বাস্তবে ঘটানো অসম্ভব সেটা ভালো করেই জানেন সাল্লু। ‘এক থা টাইগার,‘টাইগার জিন্দা হ্যাঁয়’ এর তৃতীয় পর্ব-“টাইগার থ্রি” তে আবারও একসাথে অভিনয় করবেন সালমান ও ক্যাটরিনা কায়েফ।
সবকিছু ঠিক থাকলে আগামী ১২ আগস্ট ইউরোপে পাড়ি দেবেন সালমান ও ক্যাটরিনা। তাদের সাথে এই সিনেমায় আরও থাকবেন বলিউড তারকা ইমরান হাশমি। অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক, রাশিয়াসহ বিভিন্ন দেশে হবে “টাইগার থ্রির চিত্রগ্রহণ।