২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

আবারও জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস

Advertisement

দ্বিতীয় মেয়াদের জন্য মহাসচিব হিসেবে আন্তোনিও গুতেরেস নির্বাচিত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের মহাসচিব পদে অন্য কোনো প্রার্থী ছিল না। সে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গতকাল মঙ্গলবার তিনি নির্বাচিত হন। 

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ৭২ বছর বয়সী আন্তোনিও গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গুতেরেস।

জানা গেছে, এবার মহাসচিব নির্বাচনে অন্তত ১০ জন প্রার্থী হতে চেয়েছিলেন। তবে ১৯৩টি সদস্য দেশের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হয়নি। ফলে তারা কেউ প্রার্থী হতে পারেননি।

এস্টোনিয়ার  রাষ্ট্রদূত সভেন জুর্গেনসন জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে এ ব্যাপারে সুপারিশ করার পক্ষে প্রস্তাব পাস হয়েছে।

জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদন হলো আনুষ্ঠানিকতা। শিগগিরই সেই আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement