বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে আবারও পয়েন্ট হারিয়েছে ফ্রান্স। ইউরোপ অঞ্চলে ডি’ গ্রুপের ম্যাচে ফরাসিরা ১-১ গোলে ড্র করেছে ইউক্রেনের বিপক্ষে। শুরুতেই মাইকোলা শাপারেঙ্কোর গোল করলে এগিয়ে যায় উইক্রেন। পরে দ্বিতীয়ার্ধে অঁতনি মার্সিয়ালের গোলে ড্র করে মাঠ ছাড়ে ফ্রান্স। ইনজুরির কারণে একাদশের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে।
বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে এখনও গ্রুপের শীর্ষে রয়েছেন তারা। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ফিনল্যান্ড। পাঁচ ম্যাচের সবকটি ড্র করে ইউক্রেনের পয়েন্টও ৫।