ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে আবাহনী। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংককে ৮ রানে হারিয়ে হ্যাটট্টিক শিরোপা জেতে আবাহনী। টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান তোলে ঢাকার জায়ান্টরা। ১৫১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে আবাহনির বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪২ রান তোলে প্রাইম ব্যাংক। ফলে টানা শিরোপা ঘরে তোলে আবাহনী। এ দিয়ে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে সবার উপরে ২১বার শিরোপা জিতলো আবাহনী।
এর আগে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান তোলে আবাহনী। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নাজমুল হোসেন শান্ত ও ৪০ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ দিকে ১৩ বলে ২১ রান করে দলকে ১৫০ রানের লড়াই করার মত পুঁজি এনে দেন সাইফউদ্দিন। প্রাইম ব্যাংকের হয়ে মোস্তফিজুর রহমান নিয়েছেন দুই উইকেট। রুবেল হোসেনও নিজের ঝুলিতে ভরেছেন দুই উইকেট