ঢাকা প্রিমিয়ার লিগে আবারও জয়ে ফিরেছে ঢাকা আবাহনী। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৩০ রানের বড় জয় পায় আবহনী। দুপুরে, টস জিতে ব্যাট করতে নেমে মুনির শাহরীরায়রে ৫০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংসে ১৮৩ রান তোলে আবাহনী। পরে ভিজেডি ম্যাথডে প্রাইম ব্যাংকের সামনে টার্গেট দাঁড়ায় ১৯ ওভারে ১৭৪ রান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে মাত্র ১৪৩ রানে থেমে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। ফলে ৩০ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে মুশফিকরা। এদিকে দিনের অন্য দুটি ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী লিমিটেড ১৮৩/৩ (ওভার ২০)
মুনিম ৯২*, শান্ত ৩০
শরিফুল ২/৩৯, কাপালি ১/৩২
প্রাইম ব্যাংক ১৪২/৬ (ওভার ১৯)
তামিম ৫৫, মিঠুন ৩৪
আমিনুল ২/২০, সাকিব ২/৩৪