কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউড তারকা আমির খান ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের বিবাহ বিচ্ছেদের কথা। তারা দুজন মিলে একটি ভিডিও প্রকাশ করেন,তাদের এই বিচ্ছেদ নিয়ে। সেখানে তারা উল্লেখ করেন বিবাহ বিচ্ছেদ হলেও সব কাজই এক সাথে করবেন তারা দুজন। আমিরের বিচ্ছেদের খবরে তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে বলিউডের ক্রাশ রাখি সাওয়ান্ত। তিনে এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। এখনও ধরে রেখেছেন তার “কুমারী-ত্ব” তিনি আকার ইঙ্গিতে বোঝাতে চাচ্ছেন যদি আমির তৃতীয় বিয়ে করেন তাহলে যেন তাকেই তৃতীয় স্ত্রীর মর্যাদা দেন।
গেল শনিবার ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক আচমকা বিচ্ছেদের খবর নিয়ে অসংখ্য মতবাদ ও সমালোচনা ছড়িয়ে পরেছে গোটা বিশ্বে। অনেকে তাদের বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে অভিনেত্রী ফতিমা সানা শেখকে দায়ী করছেন।
এ ব্যাপারে রাখি সাওয়ান্ত বলেন যে- তিনি নাকি ১৫ বছর আগে আমিরকে বারণ করেছিলেন কিরণকে বিয়ে করতে। তাই দ্বিতীয় বিয়ে ভেঙ্গে যাওয়ার প্রসঙ্গে তার এই হতাশা। এরপরই লজ্জা পেয়ে তিনি বলে উঠেন ‘আমি এখনও কুমারী